বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মুন আবাসিক বোডিংয়ে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারীসহ তিনজনকে আটকের পর তাদের জেল জরিমানা দিয়েছেন ভ্রাম্যমান আদালত । আজ ২০ সেপ্টেম্বর সোমবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবনী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই আদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সান্তাহার স্টেশন রোডে মুন আবাসিক বোডিং ম্যানেজার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার শোয়াসা গ্রামের চয়েন উদ্দিনেরে ছেলে বাবু (৩৬) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের নুরনবী মিয়ার ছেলে নিরব ইসলাম (২৪) এর ৭দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে জরিমানা এবং মান্দা উপজেলার বলিহার গ্রামের আব্দুস ছামাদ প্রামানিকের মেয়ে শামিমা আক্তার (২০) এর ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য : গত ১৯ সেপ্টেম্বর রবিবার রাতে মুন আবাসিক বোডিং থেকে তাদের গ্রেফতার করেন সান্তাহার ফাঁড়ির পুলিশ।
Posted ১০:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD