আদমদীঘির সান্তাহার প্রেসক্লাব ও প্রথম আলো বন্ধুসভার উদ্যেগে এলাকার শতাধিক কর্মহীন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে । গত ৩১ জুলাই শুক্রবার থেকে প্রেসক্লাব ও বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এ সকল খাদ্য পৌঁছে দেন। খাদ্যদ্রব্যর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি মসুরের ডাল ও এক কেজি আলু।
সান্তাহার পৌরসভার চা বাগান ,ইয়ার্ড কলোনী, সাঁতাহার, রথবাড়ি, হাটখোলা, দমদমা,সান্দিড়া, পৌওতা, মালশন গ্রামের হোটেল শ্রমিক, ডেকোরেটর শ্রমিক,পত্রিকা বিক্রেতাসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে এ সকল খাদ্য সামগ্রি বিতরনসহ সান্তাহার জংশন ষ্টেশন এলাকার ভাসমান ভিখারী ও ছিন্নমুল মানুষের মাঝে তৈরী খাবার বিতরনে খাদ্য সহয়তা দেয়া হয়। বৈশাখী, বুশরা অটোমেটিক রাইস মিলস ও আনিকা ফিলিং ষ্টেশন এ খাদ্য প্রদানে আর্থিক সহয়তা প্রদান করেন।
খাদ্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া, সম্পাদক প্রথম আলো’র আদমদীঘি প্রতিনিধি খায়রুল ইসলাম, সান্তাহার বন্ধুসভার সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আহসান হাবিব, সাংবাদিক সাগর খান, হারেজ্জুজামান, আবু বক্কর সিদ্দীক, মনসুর আলী, মমতাজুর রহমান, নয়ন হোসেন প্রমূখ ।
Posted ৯:২৮ অপরাহ্ণ | রবিবার, ০১ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD