আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পুকুরের পানিতে ডুবে আরাফাত নামের চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সান্তাহার ইয়ার্ড কলোনীতে এ ঘটনা ঘটে। শিশু আরাফাত ইয়ার্ড কলোনীর আবু রায়হানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, আজ শনিবার বিকেল ৫টায় আরাফাত নামের ওই শিশুটি বাসার বাহিরে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর তাকে খোাঁজাখুঁজির এক পর্যায় বাসার পাশের একটি পুকুরের পানিতে খুঁজতে গিয়ে শিশু আরাফাতকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক উজ্জল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Posted ১০:১১ অপরাহ্ণ | শনিবার, ১৫ অক্টোবর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD