আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেনের নীচে ঝঁাপ দিয়ে বেলাল হোসেন (৪৫) এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গতকাল বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১০টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের পোওতা রেলগেটের দক্ষিনে রাজশাহীগামী আন্ত;নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শি জানায়, বুধবার বেলা ৯টার পর ওই ব্যক্তিটি পোওতা রেলগেটের পাশে একটি দোকানের সামনে বসেছিল। চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ১০টায় সান্তাহার স্টেশনে পেঁৗছার আগেই পোওতা রেলগেটের দক্ষিনে ব্রিজের নিকট বেলাল হোসেন নামের লোকটি চলন্ত ট্রেনের নীচে ঝঁাপ দিয়ে আত্মহত্যা করে। বেলা সাড়ে ১১ টায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানায়, কি কারনে ট্রেনের নীচে ঝঁাপ দিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Posted ২:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD