আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ২০পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ফার্মেসী মালিক রাকিবুল ইসলাম(৩৮)কে গ্রেফতার করেছে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।
আজ বৃহস্পতিবার ২৪ নভেম্বর সকাল ৯টায় সান্তাহার সোনারবাংলা মার্কেটের পশ্চিমে ১নং রেলগেটের নিকট তাছিন নামক ফার্মেসীতে এই অভিযান চালিয়ে ট্যাবলেটসহ মালিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফার্মেসী মালিক রাকিবুল ইসলাম উপজেলার ছাতনী ঢেকড়া গ্রামের আমিনুল হকের ছেলে। সে বর্তমানে সান্তাহার চা বাগান সিঙ্গার শোরুমের পিছনে বসবাস করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার খ সার্কেলের উপ পরিদর্শক রফিকুল ইসলাম বাদি হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার খ সার্কেলের পরিদর্শক ইব্রাহিম হোসেন জানান, সান্তাহার সোনারবাংলা মার্কেটের পশ্চিমে তাছিন ফার্মেসীতে নিষিদ্ধ ট্যাপেনটাডোল ট্যালেট বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তি আজ বৃহস্পতিবার সকালে ওই দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দোকানের ক্যাশ বাক্সে বিশেষ কায়দায় লুকানো ২০পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধারসহ ফার্মেসী মালিক রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়।
Posted ৮:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD