বগুড়ার আদমদীঘির সান্তাহারে গাঁজাসহ ফাতেমা বেগম (৪৭) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত মঙ্গলবার ৮ ফেব্রæয়ারী সন্ধ্যায় ইয়ার্ড কলোনী থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। উক্ত নারী গাঁজা ব্যবসায়ী সান্তাহার ইয়ার্ড কলোনীর রায়হান মন্ডলের স্ত্রী। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে ইয়ার্ড কলোনী এলাকায় মাদক কেনাবেচা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ফাতেমা বেগমকে আটকের পর তার নিকট থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।
Posted ৯:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD