বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ অভি (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (৫ জুন) রাত ১০ টায় সান্তাহার চা-বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভি উপজেলার বড় মালশন গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত রোববার রাতে সান্তাহার চা-বাগান এলাকার জনৈক সুমনের দোকানের সামনে রাস্তায় মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ফাঁড়ির পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ অভিকে গ্রেফতার করে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম জানায়, থানায় গ্রেফতারকৃত অভির বিরুদ্ধে মামলা দিয়ে আজ সোমবার তাকে আদালতে প্রেরন করা হয়।
Posted ১০:২৩ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD