আদমদীঘির সান্তাহারে রেলওয়ে টিকিট কাউন্টারের পাশ থেকে অজ্ঞাত (৭৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে অজ্ঞাত নামা বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে সান্তাহার রেলওয়ে টিকিট কাউন্টারের পাশে ওই বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে থানায় খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, বার্ধক্যজনিত কারণে বৃদ্ধটির মৃত হতে পারে। মৃত অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তে পিবিআই‘র একটি টিম কাজ করছেন। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা নেওয়া হয়েছে।
Posted ৫:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia