বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম বলেছেন, বগুড়া জেলায় কিছুদিন পূর্বে কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। তাই আশা করি ৫ জানুয়ারী বুধবার বগুড়ার আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃংখলা বাহিনী শান্তিপূর্ণ ভাবে দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রে যাতে ভোটারবৃন্দ উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে দিকে আইনশৃংখলা বাহিনী সার্বক্ষনিক সজাগ থাকবেন। আমরা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারসহ ভোট গ্রহনের সকল কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখে কাজ করতে হবে। এই নির্বাচনে কোথাও বিশৃংখলা যাতে না হয় সেদিকে সজাগ থাকতে হবে। সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ উপহার দিতে কাজ করছেন।
তিনি মঙ্গলবার ৪ জানুয়ারী দুপুরে আদমদীঘি থানা চত্বরে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী ও আনসার ভিডিপি বাহিনীদের ব্রিফিং কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীনের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক ওসি তদন্ত আলমাস আলী সরকারের সঞ্চালনায় ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, সহকারি পুলিশ সুপার আদমদীঘি সার্কেল নাজরান রউফ , উপজেলা আনসার ভিডিপি অফিসার শামীমা বেগম প্রমুখ।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD