হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ আসনে প্রধানমন্ত্রী জনননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের ১৪ বছরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ‘উন্নয়ন শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপানে এ উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, সাধারন সম্পাদক নুরুল ইসলাম সজল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিগত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ৬৩ সিরাজগঞ্জ-২ নির্বাচনি এলাকায় সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সিরাজগঞ্জ সদর-কামারখন্দ-২ নির্বাচনি এলাকাজুড়ে দুই দিন ব্যাপী “উন্নয়ন শোভাযাত্রা”এর আয়োজন করা হয়েছিলো।
মঙ্গলবার (১৪ মার্চ) মিনিট কামারখন্দ উপজেলা এবং বুধবার (১৫ মার্চ) সিরাজগঞ্জ পৌরসভাসহ সদর উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নসমূহে উন্নয়ন কর্মকাণ্ডের খন্ডচিত্রে সুসজ্জিত পিকআপ ভ্যানের বহরযোগে “উন্নয়ন শোভাযাত্রা এবং নির্ধারিত স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
Posted ৮:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD