বগুড়া সোনাতলায় সংবাদ সংগ্রহ করে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাংবাদিক কাজী হাবীব। শনিবার বিকাল ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের রানীরপাড়া গ্রামে মোটরসাইকেল- অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবীব সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মুক্তবার্তা পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি, অনলাইন পত্রিকা ‘আলোকিত সোনাতলা’র সম্পাদক ও সদর ইউনিয়নের কাজী হিসেবে কর্মরত ছিলেন । কাজী হাবিবুর রহমান সদর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত ওসমান গণীর ছেলে।
এদিকে নিহত সাংবাদিক কাজী হাবীব এর সাথে থাকা অপর ২ সহকর্মী আহত। তারা হলেন- জাতীয় দৈনিক আমার সংবাদ এর সোনাতলা উপজেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ‘আলোকিত সোনাতলা’র বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক ও দৈনিক যায়যায়দিন’র সোনাতলা উপজেলা প্রতিনিধি ফয়সাল আহম্মেদ। তারা গুরুতর আহত হয়ে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, তিন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন শেষে একটি মোটরসাইকেলযোগে সোনাতলা উপজেলা সদরের দিকে আসছিলেন। আসার পথে রানীরপাড়া গ্রামের কেল্লাগাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সাথে এ সংঘর্ষ ঘটে। আহতদেরকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। কাজী হাবিবুর রহমান এর জানাযা ঈদের দিন সকাল ৮টা ৪৫মিনিটে আমলিতলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
Posted ৯:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৯ জুলাই ২০২২
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD