সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে সাংবাদিক আল কাদরি কিবরিয়া সবুজকে পলাশবাড়ী প্রেসক্লাব থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
৪ মার্চ ২০২১ পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।
সেই সাথে সরকারি বেসরকারী সকল দপ্তর ও প্রতিষ্ঠানকে আল কাদরি কিবরিয়া সবুজের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি প্রেসক্লাব অধিভুক্ত সদস্যদের তার সাথে পেশাগত যোগাযোগ বিছিন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে গত ১ লা মার্চ পলাশবাড়ী প্রেসক্লাব থেকে তাকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তিনি কোন জবাব না দেওয়ায় গত ৩ মার্চ রাত ৯টায় প্রেসক্লাবের জরুরি মিটিং-এ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Posted ৪:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud