বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে অবস্থিত নারী শিক্ষা প্রসারে আদমদীঘি গার্লস স্কুল এন্ড কলেজ নামের এই বিদ্যাপীঠে কোন উন্নয়ন করা হয়নি। এ প্রতিষ্ঠানের কলেজ শাখা প্রতিষ্ঠার দীর্ঘ ২২ বছর অতিবাহিত হলেও কোন ভবন নির্মান না হওয়ায় এই তপ্ত গরমে শিক্ষার্থিরা পাঠদান করছে টিনশেড শ্রেনি কক্ষে। এই প্রতিষ্ঠানে সুষ্ঠ পাঠদানের স্বার্থে অবিলম্বে নতুন ভবন নির্মানের জন্য অভিভাবক ও শিক্ষার্থীরা দাবী জানান।
জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরে নারী শিক্ষা প্রসারের লক্ষে ১৯৭০ সালে আদমদীঘি গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয়। নারীদের উচ্চ শিক্ষার জন্য বিগত ২০০০ সালে স্থানীয় শিক্ষানুরাগী নেতৃবর্গ এই প্রতিষ্ঠানকে কলেজে উন্নীত করেন। নামকরণ করা হয় আদমদীঘি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়। সেই সালে চার কক্ষবিশিষ্ট টিনসেডের ঘর নিমার্ন করে কলেজ শাখায় ছাত্রী ভর্তিসহ ক্লাশ পাঠদান শুরু হয়। ২০০০ সালে কলেজ শাখা খোলার দীর্ঘ ২২ বছর পেরিয়ে গেলেও ওই চার কক্ষের টিনসেড কক্ষেই চলছে ক্লাশ।স্থানীয় নেতৃবর্গের ম্যারপ্যাচে শুধু গভর্নিংবডি পরিবর্তন হয়। বিগত দিনে ওই শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেয়া হলেও কেউ নজর রাখেন না এই প্রতিষ্ঠানের দিকে। অত্র উপজেলার অধিকাংশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বড়বড় ভবন নিমার্ন করা হলেও রহস্যজনক কারনে এই প্রতিষ্ঠানে কোন নতুন ভবন নির্মিত কিংবা কোন উন্নয়ন করা হয়নি। ফলে এখনও মান্ধাত্বা আমলের নির্মিত সেই টিনসেডের ঘরেই পাঠদান চলছে বলে অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ। কলেজ শাখায় দক্ষ শিক্ষক মন্ডলী থাকায় এবং বিগত এইচ.এস.সি পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করা সত্বেও এই প্রতিষ্ঠানে মানসম্মত শ্রেনি কক্ষ না থাকায় অনেক অভিভাবক তাদের মেয়েদের এই কলেজে ভর্তি করাতে আগ্রহি হননা।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুস ছালাম তালুকদার আলোকিত বগুড়া’কে জানান, নতুন ভবন নির্মানে কোন আশ্বাস পাওয়া যায়নি। কলেজ শাখা আগের মতো টিনসেডেই পাঠদান চলছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ আলোকিত বগুড়া’কে বলেন, দীর্ঘ দিনের পুরাতন এই বিদ্যাপীঠের কলেজ শাখায় নতুন ভবন নির্মানের জন্য সুপারিশ করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তালিকা পাঠানো হয়েছে।
Posted ৮:২৬ অপরাহ্ণ | সোমবার, ১২ জুন ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD