বগুড়ার শেরপুর উপজেলা এনামুল হক (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯টায় গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত এনামুল হক হাপুনিয়া কলোনি এলাকার মোতালেবের হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, নিহত এনামুল হক তার খালা জাহানারা খাতুন এর বাড়িতে থাকতো।
এ বিষয়ে জাহানারা খাতুন জানান, সে মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে একটি টিনের ঘর দেওয়া হয়েছিল সেই ঘরটি সে বিক্রি করে ফেলেছে। পরে আবারও একটি ছোট্ট কুঁড়ে কুঁড়ে ঘর দেওয়া হয়েছে সারারাত বাজার এলাকায় ঘোরাফেরা করে সকাল বেলা বাড়িতে এসে সে ওই কুঁড়েঘরে ঘুমাতো। আজ সকালে সে আর বাড়িতে ফেরেনি। সকাল সাড়ে আটটায় এলাকাবাসী তার লাশ দেখে আমাকে খবর দেয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাসের গলার ছুরির আঘাত ও পেটে ছুরির আঘাত পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD