বগুড়ার শেরপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টায় দারকি পাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুুষ্ঠানে জাতীয় শ্রমিকলীগ শেরপুর উপজেলা শাখার সভাপতি কামাল শেখ এর সভাপতিত্বে ও রফিকুল ইসলাম রফিক এর সঞ্চালনায়, অনুষ্ঠানটি উদ্বোধন করেন বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাভাপতি আব্দুস সালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদেও ১নং প্যানেল চেয়ারম্যান এ কে এম আসাদুর রহমান দুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আ’লীগের বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সাগর কুমার রায়, জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো: সামছুদ্দিন শেখ হেলাল, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, শহর শ্রমিক লীগের প্রচার সম্পাদকা জালাল উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ শাহজানপুর উপজেলার সভাপতি রুবেল সরকার , শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি -সাধারণ সম্পাদকসহ জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে, সভাপতি কামাল শেখ, সহ-সভাপতি আবু হাসেম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কার্যকারী সভাপতি রফিকুল ইসলাম রফিককে ঘোষনা কারেন।
Posted ৯:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১১ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD