বগুড়া শেরপুরে ৫০ বছরের অধিককাল যাবৎ স্থায়ীভাবে বসবাসকারী ৩৭টি পরিবারের বাসস্থান উচ্ছেদ না করার দাবীতে শুক্রবার বেলা ২টায় শহরের স্যানাপাড়াস্থ ভূক্তভোগীদের বাড়ির সামনে এক ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে দিলিপ মোহন্ত, পরিতোষ কুমার, চন্দ্র সরকার, মুক্তা মোহন্ত, তন্ময় সরকার ও আরো অনেকে তাদের বক্তব্যে বলেন, আমরা শেরপুর উপজেলাধীন শেরপুর মৌজার, এমআরআর ১০৪৭ নং খতিয়ানভূক্ত ৭৭১ নং দাগের .৩৮৭৫ ও .৩১৭৫ সহ মোট .৭০৫০ সম্পত্তি দীর্ঘ ৫৫ বছর যাবৎ সরকারের কাছ থেকে লিজ নিয়ে এই সম্পত্তির উপর ঘরবাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করে আসছি। ইদানিং একটি মহল এই সম্পতি নিজের দাবী করেন। সেই মর্মে প্রশাসন কর্তৃক আমাদের এই সম্পত্তির দখল ছেড়ে দিতে বলে। আমরা ৩৭টি পরিবারের প্রায় দুই শতাধিক মানুষ এখন দিশেহারা হয়ে আছি। সরকারের কাছে আকুল আবেদন আমাদের উচ্ছেদ না করার জন্য।
Posted ১০:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD