বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়নের মরিচা মধ্যপাড়া গ্রামের জামাত আলী মন্ডল এর ছেলে আবু সাঈদকে গত ১১ ই মার্চ ২০২২ বিকাল সাড়ে ৪.৩০ টায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
শেরপুর থানা সূত্রে জানা যায়, এস আই আবু সাঈফ আহমেদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শেরপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান ডিওটি করা কালে গত ১১ মার্চ ২০২২ বিকালে মহিপুর বাজার এলাকায় অবস্থান করার সময় গোপন সংবাদে জানতে পারে যে গাড়িদহ ইউনিয়নের বনমরিচা মধ্য পাড়া গ্রামের জামাত আলী মন্ডল এর ছেলে আবু সাঈদ তার নিজ বাসায় অবস্থান করে গাঁজা বিক্রি করছে। তাৎক্ষণিক সংবাদের এর সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মাদক বিক্রেতা আবু সাঈদের বাড়িতে অভিযান চালায় । পুলিশের উপস্থিত টের পেয়ে উপরোক্ত আসামি কৌশলে পালানোর চেষ্টা করে সঙ্গেও অফিসার ও ফোর্সদের সহযোগিতায় তাকে ঘটনাস্থলেই হাতে নাতে আটক করে।
আটকের পরে মাদক বিক্রির কথা স্বীকার করে পরে আবু সাঈদ কে সঙ্গে নিয়ে তার নিজ ঘরের শয়ন কক্ষে খাটের নিচে থেকে পলিথিন কাগজে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার দায়িত্বরত এসআই আবু সাঈফ আহমেদ জানান গত ১১ মার্চ ২০২২ পরোয়ানা তামিল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমি জানতে পারি বনমরিচা মধ্যপাড়া গ্রামে আবু সাঈদ নামের এক মাদক বিক্রেতা বাড়িতে বসে গাঁজা বিক্রি করছে। থানার অফিসার ইনচার্জ কে জানালে স্যার এর নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আবু সাঈদকে হাতেনাতে আটক করি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে ।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
Posted ৯:৫০ অপরাহ্ণ | শনিবার, ১২ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD