শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সোপান উন্নয়ন সংগঠনের উদ্যোগে, উপজেলার ৩টি ইউনিয়নের ৭টি গ্রামের প্রান্তিক জনগোষ্টির জীবন মান উন্নয়নের লক্ষে ০৭টি পরিবারকে বকনা গাভী প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চত্বর থেকে এসব বিতরণ করা হয়।
বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবাইদুল হক, ভেটেরিনারি সার্জন ডা. রেহানা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, হরিশঙ্কর সাহা, আবদুর রহিম প্রমুখ।
বিতরন অনুষ্ঠানের সঞ্চলনা করেন সোপানের নির্বাহী পরিচালক বীর মুক্তি যোদ্ধা বীরেন দাস। বিতরণ করা প্রত্যেকটি বকনা গরুর মূল্য প্রায় ৩৮ হাজার টাকা। গাভী বিতরণের আগে ওই সাতটি পরিবারকে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর থেকে গরু পালনের প্রশিক্ষণ দেওয়া হয়।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD