বেঈমান ও অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারীর ঠাই হবেনা। বঙ্গবন্ধুকে সত্যিকার অর্থে আমরা ভালবাসি। শুধু ১৭ কোটি মানুষের ভালবাসা নয় সারা বিশ্বের মানুষ বঙ্গন্ধুকে ভালবাসে।
এই শস্যচিত্রের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী বঙ্গন্ধুকে আজীবন স্মরণ রাখবে। বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রতিকৃতি পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আহবায়ক এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম উপরোক্ত কথা গুলো বলেন।
এ সময় উপস্তিত ছিলেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাবরিনা শারমিন, জনপ্রশাসন পদকপ্রাপ্ত উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান পিএএ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু,শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সাত্তার, সহ সভাপতি মুন্সি সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী প্রমূখ।
উল্লেখ্য গিনেজ বুক বিশ্ব রেকর্ড অনুযায়ী ২০১৯ সালে চীনে ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট সর্ববৃহৎ শস্যচিত্র তৈরী করা হয়েছিল। তাইতো বাংলাদেশ শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরী করতে এবছর প্রায় ১২ লাখ ৯২ হাজার বর্গফুট বা ১ লাখ ২০ হাজার বর্গমিটার এবং ৪০০ মিটার দৈর্ঘ, ৩০০ মিটার প্রস্থ হবে। শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রোপনে সঠিক ও বিজ্ঞান সম্মত উপায়ে প্রস্তুত করা হয়েছে। তবে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পূর্নাঙ্গ ফসল আকারে উজ্জীবিত হলে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘‘ শস্যচিত্রে বঙ্গবন্ধু” এর ভিডিওসহ প্রয়োজনীয় দলিল গিনেজ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বাংলাদেশ নতুন বিশ্ব রেকর্ড অর্জন করবে।
Posted ৪:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud