বগুড়ার শেরপুর উপজেলার ছনকা এলাকায় ফরিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ছনকা ইউনিয়নের ইটালী গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদুল ইসলাম ছনকা ইউনিয়নের ইটালী গ্রামের বাসিন্দা এবং পেশায় তিনি রড, সিমেন্ট ব্যবসায়ী। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
গাজিউর রহমান বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই হত্যার ঘটনা ঘটে। স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের সুরতহাল করা হচ্ছে। কী কারনে হত্যা তার কিছু এখনও জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।।
Posted ৮:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD