বগুড়ার শেরপুরের খানপুরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ভেঙ্গে যাওয়া ঘর পরিদর্শন করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।
শুক্রবার (৯জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী বুড়িগাড়ি খালের পার্শ্বের আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন।
এ সময় বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগসহ উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শকালে তিনি স্থানীয় সুবিধাভোগীদের সাথে কথা বলেন। উল্লেখ্য, শেরপুর উপজেলার ওই স্থানে ২২টি আশ্রয়ন ঘরের মাঝে ৮টি ঘর সম্প্রতি বৃষ্টিতে ভেঙ্গে পড়ে। এ নিয়ে সারাদেশে তোলপাড় হয়। এ ঘটনায় শেরপুরের তৎকালীন ইউএনও মো. লিয়াকত আলী সেখকে ওএসডিও করা হয়।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD