ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুরে বাস ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ১৫ জানুয়ারী শুক্রবার বিকেল সোয়া ৫ টায় উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঘটেছে। নিহত বাসের যাত্রী জামাল (৪০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আরেকজন নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা-বগুড়া মহসড়কের শেরপুরের ঘোগা বটতলা এলাকায় বগুড়াগামী যাত্রীবাহি বাস সরকার ট্রাভেলস (ঢাকা মেট্টো ব ১১-২২০১) ও ঢাকাগামী ট্রাকের (ঢাকা মেট্টো ট ১৪-৭৭৫১) সাথে মুখোমুখী হলে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ১০ জন।
শেরপুর ফায়ার এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ২:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD