বগুড়ার শেরপুর উপজেলার চন্ডিপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন যুবক আব্দুর রহিম (৩৫) ১২ এপ্রিল মঙ্গলবার ভোরে ফুফুর বাড়ীর বারান্দায় খুঁটির সাথে গালায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, উপজেলার ভবনীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মো. খবির উদ্দিনের পুত্র আব্দুর রহিম একই গ্রামে তার আপন ফুপা আব্দুর রশিদের বাড়ীতে দির্ঘদিন ধরে বসবাস করতো। গত ১২ এপ্রিল ভোর সাড়ে চারটার দিকে ভাত খেয়ে সে বাহিরে বের হয়ে ছাগল বাঁধা রশিদিয়ে বারান্দার খুঁটির সাথে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী জানায়, নিহত যুবক একজন মানসিক ভারসাম্যহীন ছিল।
এদিকে শেরপুর থানা পুলিশ খবর পেয়ে সকাল নয়টায় ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবক এক সন্তানের জনক বলে জানা গেছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বলেন, লাশ উদ্ধার করে থানায় এনে একটি অপমৃত্যু মামলা দিয়ে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD