বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়ক থেকে খালে পড়ে গিয়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রাইভেটকারটির আরো দুইজন যাত্রী আহত হয়েছেন।
প্রাইভেটকারের মধ্যে থেকে পাওয়া জন্ম নিবন্ধন থেকে জানা যায়, একজনের নাম জাকারিয়া জাকির (২৪)। সে বগুড়া পৌরসভার নিশিন্ধারা মন্ডলপাড়া এলাকার হিরুর ছেলে। আরেক জনের নাম রানী খাতুন (১৯)। সে নাটোর জেলার বড়াইল উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কের ছাতিয়ানি বাজারের পশ্চিম পাশে চাঁদপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শেরপুর শহর হতে প্রাইভেটকাটি এই আঞ্চলিক সড়কে আসে। প্রাইভেটকার টির নাম্বার মোট্টো খ ১২-৬০০৫)। প্রাইভেটকার ছাতিয়ানী বাজার এলাকার পশ্চিম পাশে চাঁদপুর নামক স্থানে কচিয়ামোড় এসে এক জন লোককে জিজ্ঞেস করে ধুনট হুকুম কোন রাস্তা দিয়ে যাব তখন ওই লোক বামে যে রাস্তা আছে ঐদিকে দেখিয়ে দেয়। এর মধ্যে পেছন থেকে একটি সবুজ সিএনজি সামনে দাঁড়িয়ে পিস্তলের মত দেখতে কি যেন গাড়ির দিকে তাক করে তখন গাড়িটি পিছন দিকে ব্যাগ দিলে গাড়িটি পুকুরে পড়ে যায়। এলাকাবাসী জানায় পুকুরে প্রাইভেটকারটি পড়ে যাওয়া দেখে আমরা সেখানে যায়। এবং গাড়ি থেকে গ্লাস ভেঙ্গে দুজন ব্যক্তির লাশ উদ্ধার করে এলাকাবাসী পরে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে গাড়িটি উত্তরার চেষ্টা করে, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেটকাটিতে রশি লাগিয়ে পুকুরের মধ্যে থেকে উদ্ধার করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, সম্ভবত ব্রেক ফেল করায় প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে কারটি সড়ক থেকে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Posted ৮:১১ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD