আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে আজ বৃহস্পতিবার ৯ডিসেম্বর সকাল ১১টায় বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামে গৃহ নির্মাণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মো: ময়নুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, শেরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মোছা: শামছুন্নাহার শিউলী, বিশালপুর ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন খাঁন,সাবেক চেয়ারম্যান শাজাহান আলী, নায়েব সাইফুল ইসলাম, আ’লীগ নেতা আবু তালেব আকন্দ, শামীম ইফতেখার, আনোয়ার হোসেন, ইউপি
যুবলীগের সাধারণ সম্পাদক পাভেল প্রমুখ।
উপজেলা সুত্রে জানা যায়, শেরপুর উপজেলায় ৪৫টি ঘরের বরাদ্ধ হয়েছে। প্রতিটি ঘরের মুল্য ২লক্ষ ৪০হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২ শতক জমির উপর ২টি রুম, ১টি রান্না ঘর, ১টি বাথরুম থাকবে।
Posted ৪:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD