বগুড়ার শেরপুরের ধরমোকাম নামাপাড়া ও গোপালপুর এলাকায় করতোয়া নদীতে ভাসমান অবস্থায় আজ সকাল ৯টার দিকে কলেজ ছাত্র সামান তাহমিদ (১৮) ও দুপুর দেড়টার দিকে সাব্বির আহম্মেদ শিশির (১৮) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, শেরপুর শহরের বারদুয়ারীপাড়ার শিক্ষক দম্পতি মোজাফফর রহমান ও মুর্শিদা খাতুনের একমাত্র ছেলে শেরউড ইন্টারন্যাশন্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামান তাহমিদ ও তার বন্ধু মহিপুর জামতলা এলাকার লুৎফর রহমানের ছেলে বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র সাব্বির আহমেদ শিশির তাদের বাবার কাছে ঈদের খরচের জন্য ১০হাজার টাকা চায়। কিন্তু সেই টাকার মধ্যে থেকে কিছু টাকা তাদের দেয়। এতে তারা অভিমান করে ৭ জুলাই বৃহস্পতিবার বগুড়ায় যায়। বগুড়া থেকে রাত ১২ টার দিকে দুই বন্ধু একসাথে এসে সামানদের বাসায় থাকে। পরদির সকাল ৭টার দিকে তারা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসাগেট আলিয়া মাদ্রাসার মধ্যে যায়। তারপর থেকে তারা দুজন নিখোজ হয়। নিখোজের এক পর্যায়ে আজ সকাল ৯টার দিকে করোতোয়া নদীর ধরমোকাম এলাকা থেকে সামান তাহমিদ ও গোপালপুর এলাকা থেকে দুপুর দেড়টার দিকে সাব্বির আহম্মেদ শিশিরের ভাসমান লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, নিহতদের পরিবারের সদস্যরা তাদের লাশ সনাক্ত করেছে। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরে জানা যাবে মৃত্যুর কারণ।
Posted ৯:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৯ জুলাই ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD