বগুড়ার শেরপুরের বাগড়া কলোনী গ্রামে অভিযান চালিয়ে
নার্সারীর ভিতর থেকে ২৬ এপ্রিল মঙ্গলবার বিকালে গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নার্সারীর মালিক জামাল উদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় আসামীর কাছ থেকে গাঁজা বিক্রির ২২ হাজার টাকা জব্দ করা হয়। যা পরে অজ্ঞাত কারণে আসামীর পরিবারের কাছে হস্তান্তর করেন পুলিশ।
জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী
গ্রামের মৃত বেলায়েত আলীর ছেলে জামাল উদ্দিন তার বাড়ির পাশে নাসারীর মধ্যে দীর্ঘদিন ধরে গাঁজার গাছ লাগিয়ে ব্যবসা করে আসছিল। গোপন সংবাদ পেয়ে শেরপুর থানা পুলিশের এসআই শাহাদৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ২৬ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে নার্সারীতে অভিযান চালায়। এসময় নার্সারীর ভিতর থেকে ২৩ টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে নার্সারীর মালিক জামাল উদ্দিন আটক করা হয় এবং তার থেকে
গাঁজা বিক্রির ২২হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হলেও গাঁজা বিক্রির টাকা অজ্ঞাত কারণে আসামীর পরিবারকে ফেরৎ দিলে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে এসআই শাহাদৎ হোসেন বলেন, জামাল উদ্দিনের মেয়ে টাকার জন্য থানায় এসেছিল। তাই তাকে টাকাগুলো ফেরৎ দিয়েছি।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামীর পরিবার গরীব হওয়ায় তাদের টাকা ফেরত দেয়া হয়েছে।
Posted ১০:২৫ অপরাহ্ণ | বুধবার, ২৭ এপ্রিল ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD