ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাবটতলার ব্রিজ এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১০জন। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার (১৫ জুলাই) দুপুর ৩.২০ ঘটিকায় সীমাবাড়ি ইউনিয়ন এর ঘোগাবটতলার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, বগুড়া থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাওয়ার পথে ঘোগাবটতলার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয় আহত হয় ১০জন ।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সাব-অফিসার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে। নিহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ১০:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ জুলাই ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD