বগুড়া শেরপুর উপজেলায় ধুনকন্ডি এলাকায় দুটি কোচের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে । আহতদের এখনো নাম পরিচয় পাওয়া যায় নাই।
আজ ৪ মে বৃহস্পতিবার দুপুর তিনটার সময় ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ধুনকন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা টি আর পরিবহনের যাত্রীবাহী কোচ যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ধুনকন্ডি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়া গামী যাত্রীবাহী আল-আমিন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই কোচের ৩০ জন আহত হয়েছে বলে জানা যায়। এ দুর্ঘটনায় দুই কোচের দুই জন যাত্রী কোচের চাকায় আটকে পড়ে।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ সিভিল ডিফেন্স নাদির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকা পড়া দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মতও আহত হয়েছে । এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন আলোকিত বগুড়া’কে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের কে উদ্ধার করে হাসপাতালে পূরণ করা হয়েছে কোচ দুটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD