বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আছিয়া বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সদরে ঢাকা-বগুড়া মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আছিয়া উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা দক্ষিণপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, আছিয়া বেগম অটোরিকশার যাত্রী ছিলেন। তাকে বহন করা অটোরিকশাটিকে পিছন থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে মহাসড়কে পড়েন আছিয়া। সঙ্গে সঙ্গেই বগুড়া থেকে ঢাকা গামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার সতত্য নিশ্চিত করেন শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।।
Posted ৯:২৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud