বগুড়া শেরপুর থেকে চুরি হওয়া চারটি গরু সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকালে কামারখন্দ থানা পুলিশ গরু গুলো উদ্ধার করে। ৪ মার্চ বৃহস্পতিবার শেরপুর থানা পুলিশের কাছে কামারখন্দ থানা পুলিশ গরুগুলো হস্তান্তর করেন।
শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে শেরপুরের সীমাবাড়ি ইউনিয়নের সীমাবাড়ি গ্রামে গোলাম রহমান সরকারের গোয়াল ঘরের তালা ভেঙ্গে চারটি বিদেশি গরু চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় গোলাম রহমান সরকার গতকাল বুধবার থানায় মামলা করার পর শেরপুর থানা পুলিশ ওই রাতেই আশপাশের জেলা ও থানা গুলোতে চুরির সংবাদ বিশেষ বার্তা মারফত অবগত করে। কামারখন্দ থানা পুলিশ মামলা করার আগেই গতকাল বুধবার বিকালে শেরপুর থেকে চুরি যাওয়া চারটি গরু সহ দুজন ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে আটক করে।
পরে শেরপুর থানা মারফত চুরির থবর পেয়ে তাদের আটক দেখিয়ে শেরপুর থানায় হস্তান্তর করেন। আটক হওয়া দুজন হলেন, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার পাকুরিয়া গ্রামের হাফিজুর রহমান (৩০) ও একই থানার চৌবাড়ীয়া গ্রামের বাদশা সরকার (৫০)।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনাচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, চুরির মামলার ঘটনায় সিরাজগঞ্জের কামারখন্দ থেকে আটক হওয়া ওই দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৩:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud