বগুড়ার শেরপুরে মীম আক্তার (১৯) নামের এক নববধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিয়ের দশ মাসের মাথায় এমন ঘটনা ঘটলো।
আজ বুধবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের স্বামী মো. শাকিল আহম্মেদের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানায়, কয়েক মাস পুর্বে কাফুরা পূর্বপাড়া গ্রামের মজনু মিয়ার মেয়ে মীমের সাথে রণবীরবালা গ্রামের রবিউলে ইসলামের ছেলে শাকিলের বিয়ে হয়।
নিকটতম প্রতিবেশীরা জানায় মঙ্গলবার রাতে ঈদ উপহার কেনার জন্য টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিলে। তবে সে নিজে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না।
মীমের নিকটতম আত্মীয় শিল্পী খাতুন জানান মেয়ে বিয়ের পর থেকেই তাদের সাথে ঝগড়াঝাটি লেগেই ছিল গত রাত্রে শাকিলের সাথে ঈদ উপহার নিয়ে কথা কাটাকাটি হয় পরে মীমকে বাতাম এবং ছাঁটা দারা মারপিট করে মেরে ফেলা হয়েছে এই দাবি করেন।
শেরপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, মীমের মৃত্যু বিষয়টি তদন্ত করা হচ্ছে। তার লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে। এর রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান আমরা খবর পেয়ে মিম আক্তার এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২৭ এপ্রিল ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD