বগুড়ার শেরপুর পৌরসভা শহরের ঘোষপাড়া সকাল বাজার তেতুলতলা এলাকায় হরিবাসরের প্রসাদ খাইতে যাওয়ার সময় এক গৃহবধুকে যৌন হয়রানির ঘটনায় গত সোমবার রাতে উপস্থিত লোকজন বিটল ভৌমিক (৪৫) কে আটক করে শেরপুর থানায় সোর্পদ করে। পরে ওই গৃহবধু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, শেরপুর পৌরশহরের উত্তর সাহাপাড়া গ্রামের জয় মৃত দেবেন সরকারের ছেলে বিটল ভৌমিক গত সোমবার ঘোষপাড়া সকাল বাজার তেতুলতলা এলাকায় হরিবারে কীর্ত্তন শুনতে যায়। কীর্ত্তন শুনে রাত সাড়ে ৯ টার দিকে গলিরাস্তা দিয়ে প্রসাদ খাইতে যাওয়ার পথে একই গ্রামের এক গৃহবধুকে পিছনের ষ্পর্শকাতর জায়গায় হাত দেয়। এতে সে চিৎকার দিলে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাকে আটকে রাখে।
পরে পুলিশকে খবর দিলে শহর ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধু বাদি হয়ে রাতেই শেরপুর থানায় বিটল ভৌমিককে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোনাতন সরকার বলেন, যৌন হয়রানির ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৪:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD