বগুড়ার শেরপুরে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এমন স্লোগানকে সামনে রেখে মহিপুর স্কুল সংলগ্ন খেলার মাঠে স্থানীয় জনগণ এবং পুলিশের অংশগ্রহণে শেরপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫ টায় Sustainable initiative to protect women and girls from GBV প্রকল্পের আওতায় এবং ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায় ওপেন হাউজ ডে এবং কমিউনিটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সেবা, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
শিক্ষার্থী নাহিদ হাসানের কোরআন তেলাওয়াত এবং জয়ন্তী চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌন হয়রানি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বাল্যবিয়ে, জমি নিয়ে বিরোধ, চাঁদাবাজি, ভাড়াটিয়া তথ্য ফরম পূরণসহ সমাজের নানা প্রতিবন্ধকতা প্রতিরোধে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি জনবান্ধবমূলক পুলিশিং সেবা ও কমিউনিটি পুলিশিংয়ের সুফলসহ সব ধরনের সেবা দ্রুত জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা।
সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন, শেরপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহিন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, গাড়িদহ ইউনিয়ন পুলিশিং কমিটির আহ্বায়ক মোকাববর হোসেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গনমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন এস আই তন্ময় কুমার বর্মণ।
Posted ১০:১১ অপরাহ্ণ | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD