বগুড়ার শেরপুরের বংগা গ্রামে দিনমজুর মজনু মিয়ার বাড়িতে মঙ্গলবার সকালে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে শোবারঘর রান্নাঘর ও গোয়ালঘর।
জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের বংগা গ্রামের মজনু মিয়ার বাড়ীর পাশের একজনের বাড়িতে দিনমজুরের কাজ করছিলেন। বাড়িতে কেউ ছিল না। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে সবকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে নগদ টাকা, ছিল খাবার, ব্যবহারীর সব কাপড়সহ ব্যবহারই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
একটি গাভী ও আগুনে পুড়ে দগ্ধ হয়ে গেছে। পুরো বাড়ি আগুন ধরে জ্বলে ওঠার কারণে একটি ব্যবহারের জিনিসও ঘর থেকে বের করতে পারেননি তারা। আগুনে পুড়েছে অন্তত আড়াই লাখ টাকার মালামাল। সবকিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
স্থানীয় দুই নারী বলেন, পাপিয়ার স্বামী একজন নসিমন চালক। যে সময় বাড়িতে আগুন লাগে তখন বাড়িতে পাপিয়ার দুই সন্তান ছাড়া কেউ ছিলনা।
এদিকে ওই পরিবার আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়ার সংবাদে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)শামসুন্নাহার শিউলি। এ সময় কর্মকর্তারদ্বয় ক্ষতিগ্রস্থদের হাতে শীতবস্ত্রসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়ে সান্তনা দেন ।
Posted ১১:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD