বগুড়ার শেরপুর একইস্থানে আওয়ামী লীগ ও বিএনপি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে (১০ সেপ্টেম্বর) শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন স্থানীয় প্রশাসন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, বিএনপি জামাত জোটের মিথ্যাচার, ষড়যন্ত্র, গুজব সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বাস স্ট্যান্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ আহবান করা হয়েছে।
শহর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু বলেন, দ্রব্যমূল্যের তেল, বিদ্যুৎ , সারের ঊর্ধগতি ও নারায়ণগঞ্জের মিছিলে হামলার যুবদল কর্মী নিহতের প্রতিবাদে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসটেন দলীয় কার্যালয় সামনে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, আওয়ামী লীগ-বিএনপি একই জায়গায় সমাবেশ ডাকায় সহিংসতা এড়াতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ-বিএনপি একই জায়গায় সমাবেশ ডাকায় সহিংসতা এড়াতে ১৪৪ থারা জারি করা হয়েছে। কোনো পক্ষকেই সেখানে সভা সমাবেশ করতে দেয়া হবে না।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD