বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক স্যারের নির্দেশনা মোতাবেক আজ ২ই এপ্রিল সকাল ১১টায় বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামে অবৈধভাবে মাটি কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী ভূমি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাকিম সাবরিনা শারমিন।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১টি মামলায় একজনকে ৩৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও অবৈধভাবে মাটি কাটার একটি স্কেভেটর জব্দ করে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদসস্যের জিম্মায় প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্টে আনসার সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
এ ব্যাপারে মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাকিম সাবরিনা শারমিন আলোকিত বগুড়া’র প্রতিবেদককে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিদিনই অভিযান অব্যাহত আছে এবং জনস্বার্থে সবসময় এই অভিযান থাকবে।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ০২ এপ্রিল ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD