বগুড়ার শেরপুরে বিএনপি জামাত ঘোষিত তিন দিনের লাগাতার অবরোধের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি এবং আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন সমূহ।
বিএনপি এবং জামায়াত ইসলামের ডাকা টানা তিন দিনের অবরোধ সফল করার লক্ষ্যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমূহ বুধবার (১নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল করে শহর প্রদক্ষিণ করে। এই মিছিলের নেতৃত্ব দেন বিএনপি বগুড়া জেলা সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, শেরপুর পৌর কমিটির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল। এসময় অবরোধ বাস্তবায়নে বিক্ষোভ মিছিলে পৌর বিএনপি’র সকল নেতৃবৃন্দ এবং সমর্থকরা উপস্থিত ছিল ।
অবরোধের প্রতিবাদে সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আরেকটি মিছিল শেরপুর শহর প্রদক্ষিণ করে শান্তি সমাবেশ করে। এ সময়ে মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সহ-সভাপতি সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং অন্যান্য নেতৃবৃন্দসহ সমর্থক। পরবর্তীতে সকাল সাড়ে ১১ টায় আওয়ামীলী যুবলীগের শেরপুর উপজেলা সভাপতি তারিকুল ইসলাম তারেক এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজার রহমান ভুট্টো এবং শেরপুর-ধুনট এলাকার জাতীয় সাংসদ পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সানি’র নেতৃত্বে আরেকটি মিছিল শেরপুর শহর প্রদক্ষিণ করে শেরপুর বাস স্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে শান্তি সমাবেশ করেন।
বিএনপি’র ডাকা টানা তিন দিনের অবরোধে তেমন কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। দূরপাল্লার বা স্থানীয় কোন যাত্রীবাহী বাস চলেনি তবে বেচাকেনা তেমন না হলেও এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা ছিলো।
Posted ৬:৪১ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia