বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৪ মার্চ সোমবার সকাল ১০ টায় মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম নবী বাদশা’র সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ এ হান্নান তালুকদারের সঞ্চালনায়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রদীপ কুমার রায়, শিল্প ও বাণিজ্যি বিষয়ক সম্পাদক, তপন চক্রবর্তী, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক, আল-রাজী জুয়েল, এডভোকেট গোলাম মোহাম্মদ ফারুক।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, মোহাম্মদ আলী মন্টু,শাহ জামাল সিরাজী,এডভোকেট ইলিয়াস উদ্দিন মিন্টু ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্মার ববি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূট্টো, আব্দুল ওহাব, আব্দুল হামিদ , আবু বক্কর ,বীর মুক্তিযোদ্ধা ইউসুফ উদ্দিন, মজিবর রহমান, সহ জেলা উপজেলা এবং কয়েকটি ইউনিয়নের সদ্য অনুষ্ঠিত হওয়া সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সভাপতি সম্পাদক ও সহযোগী সংগঠনের প্রমুখ।
২য় অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আলহাজ শাহ আলম শেখ ১৩৪ ভোট পেয়ে ও ১০৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে এমন এ হান্নান তালুকদার তিন বছরের জন্য নেতা নির্বাচিত হয়।
Posted ৮:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১৪ মার্চ ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD