বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন। বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি স্বাধীন স্বার্বভৌমত্ব, ন্যায্য অধিকার আদায়, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নিরস্ত্র বাংলার দামাল ছেলেরা বাংলাদেশকে স্বাধীন করে ছিলেন। তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি আধুনিক মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছে। দেশের স্বাধীনতা নস্যাৎ কারীর পাকিস্তানী এজেন্ট ক্ষমতা লোভী বিএনপি জামায়াতের সকল অপ-প্রচারে বাঁধা দিতে হবে। তৃণমূলের কর্মীরা আমাদের প্রাণ। তাদের মূল্যায়ন করতে হবে। জনগণই সকল ক্ষমতার উৎস। আগামীতে সকল দ্বিধাদ্বদ্ব ভুলে সকল কে এক হয়ে নতুন নেতৃত্বের প্রতি আস্থা রেখে এক হয়ে কাজ করতে হবে।
তিনি আজ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তার সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, যুব ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, জেলা আওয়ামী লীগ সদস্য পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
২য় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে মোস্তাফিজার রহমান মোস্তা কে সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
Posted ১১:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD