৩০ জানুয়ারী আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে কাউন্সিলর পদপ্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন ১নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ শাহিনুর ইসলাম, তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামলীগের সভাপতি মোঃ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আ: মান্নান, ৭নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ মোকছেদুর রহমান দুলু, তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক মাষ্টার, বিএনপি নেতা তাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ৯নং ওয়ার্ডের মোকছেদ আলী আকন্দ, ৮নং ওয়ার্ডের রবিউল ইসলাম, ৬নং ওয়ার্ডের রুহুল আমিন সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সাবিনা ইয়াছমিন, ৮নং ওয়ার্ডের শাহাদৎ হোসেন, ২নং ওয়ার্ডের ওলেদা বেগম, মিনারা বেগম, ৫নং ওয়ার্ডের মোজাম্মেল হক, তার সঙ্গে ছিলেন পৌর আওয়ামলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, সাধারন সম্পাদক শামছুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান প্রমুখ।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বলেন, পৌর মেয়র প্রার্থী ও কিছু কাউন্সিলর প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের মনোয়ন পত্র জমা প্রদান করবেন।
Posted ৭:২২ অপরাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
Alokito Bogura | MTI SHOPON MAHMUD