বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গরু চোরসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ১৬জন অপরাধিকে আটক করেছে পুলিশ। আটকৃতদের শুক্রবার দূপূরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামতলা ফুড সিটি হোটেলের সামনে রংপুর-বগুড়া মহাসড়কের উপর অবস্থান নেয় পুলিশ। রংপুর হতে বগুড়াগামী ঢাকা মেট্রো-ন-২০-৬৫৪০ নং গরু বোঝাই পিকআপ ঘটনাস্থলে পৌঁছিলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা পালানোর চেষ্টা করলে পুলিশ ৬টি গরু, পিকআপ সহ ৪জন কে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার বাজেশিবপুর গ্রামের মৃত: মোফাজ্জল হোসেন এর ছেলে রফিকুল ইসলাম (৫২), একই গ্রামের মতিয়ার রহমান এর ছেলে আতিয়ার রহমান (৩৫), গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার চকদূর্গোপুর গ্রামের সাজু খন্দকার এর ছেলে সাইদুল ইসলাম (৩০), নওগাঁ জেলার মহাদেবপুর থানার খেজুরপাড়া গ্রামের তসলিম উদ্দিন এর ছেলে সুমন শেখ (২৪)। এছাড়াও বিভিন্ন মামলায় মমিন ইসলাম, শহিদুল ইসলাম, শাহাবুল ইসলাম, মুসা মন্ডল, বোরহান, রেজাউল, সাজু মিয়া, সুজন প্রামানিক, আঃ বাছেদ, মোমিন(৪৫), মোফাজ্জল প্রাং (৫০), মেহেদী হাসান (২৫)।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, গরু চোরদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গরু চোরসহ আটকৃতদের বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে হাইওয়ে রোডসহ উপজেলার সমস্ত সড়কে পুলিশি নজরদারী রাখা হয়েছে।
Posted ৮:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ জুলাই ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD