বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা কমপ্লেক্স চত্বরে “স্বপ্ন সারথী” নামে আধুনিক মানের একটি মত বিনিময় কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে রাতে উদ্বোধন করা হয়েছে। একই সাথে বগুড়া জেলা বিদায়ী পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইঞা (বিপিএম বার) কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিদায়ী পুলিশ সুপার ছাড়াও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভীর হাসান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত আলী, এসআই বিরঙ্গ, তরিকুল ইসলাম, নাজমুল হাসান প্রমুখ।
মত বিনিময় সভায় উপজেলার আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয় নিয়ে জেলা পুলিশ সুপার বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
Posted ১০:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD