বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ঘোষিত গুরুত্বপূর্ণ পদে রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।
এসময় তিনি লিখিত এক বক্তব্য পাঠ করে বলে, ২০২২ সালের পহেলা ফেব্রুয়ারীতে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম। উক্ত সম্মেলনে দলীয় সিদ্ধান্তে সমঝোতার মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন আংশিক কমিটি ঘোষনা করেন। যারা প্রাথী ছিলেন তাদেরকে সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং আমাকে মহিলা বিষয়ক সম্পাদক ঘোষণা করা হয়। কিন্তু সাংগঠনিক বিষয় বিবেচনা করে এস এম কামাল হোসেন মাইকে ঘোষণা করেন যে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফাহিমা আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক অথবা এর চাইতে গুরুত্বপূর্ণ উচ্চ সাংগঠনিক পদ দেওয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও উপজেলা আওয়ামী লীগ এর বর্ধিত সভায় মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী টুম্পার নাম ঘোষণা করা হয়। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তরে ০১/০৯/২২ তারিখে লিখিত দরখাস্ত করি। কিন্তু আজ পর্যন্ত পুনাঙ্গ কমিটি তালিকা হাতে পায়নি।
ফাহিমা আক্তার আরও বলেন, যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক ও নেতা আমাকে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষনা দিয়েছেন তার সম্মানে উক্ত পদে রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।
Posted ১১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD