শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: স্কাউটিং করি স্মার্ট বাংলাদেশ গড়ি” স্লোগানে শিবগঞ্জে ৫ম উপজেলা স্কাউটের মহা তাবু জলসা ও সমাবেশের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট শিবগঞ্জ উপজেলার সভাপতি উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাষক (শিক্ষা ও আইসিটি) বাংলাদেশ স্কাউট বগুড়া কমিশনার নিলুফা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা।
এসময় উপস্থিত ছিলেন, ক্যাম্পুরি চীপ ও কমিশনার বাংলাদেশ স্কাউট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, সমাবেশের পরিচালক সায়েদ আলী, স্কাউট সম্পাদক হাবিবুল আলম মাস্টার, জেলা কাপ লিডার তাজমিলুর রহমান, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সাবেক সম্পাদক আজিজার রহমান, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সমাবেশের ডিপুটি সাব ক্যাম্প চীপ প্রোগ্রাম আব্দুল হান্নান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছামসুল মোল্লা, স্কাউট শিক্ষক মমতাজুর রহমান, মামুনুর রশীদ, আলমগীর হোসেন, লিয়াকত আলী লিটন, খোরশেদ আলম, আবু হান্নান, মিতালী সরকার প্রমূখ।
Posted ৮:২৩ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD