বগুড়ার শিবগঞ্জে ৫ম শ্রেণির ছাত্র ১১দিন যাবৎ নিখোঁজ, সন্তানকে না পেয়ে থানায় মায়ের জিডি।
জানা যায়, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ও জুড়ি মাঝপাড়া গ্রামের গোলাম আজম এর দ্বিতীয় ছেলে মোস্তাকিন (১২) গত ৮ আগষ্ট বাড়ির পাশ্বে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন ওই ছাত্রের সন্ধান করে তার কোন খোঁজ মিলেনি। সন্ধান না পেয়ে ওই ছাত্রের মা বিউটি বেগম গত ১৩ আগষ্ট শিবগঞ্জ থানায় জিডি করেন। জিডি নং- ৬৯০, তারিখ ১৩ আগষ্ট। প্রায় ১১ দিন অতিবাহিত হলেও নিখেঁাজ ছাত্রের কোন সন্ধান পাননি তার পরিবার। ছেলেকে না পেয়ে তার বাবা মা মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে।
এ ব্যাপারে জিডি’র তদন্ত কর্মকর্তা এস.আই সাইফুর রহমান বলেন, জিডি’র প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিভাবকদের সঙ্গে কথা বলে এবং তথ্য সংগ্রহের পর সারাদেশের সকল থানায় বেতার বার্তা প্রেরণ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।
Posted ১১:৪৮ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD