বগুড়ার শিবগঞ্জে ৩৩৩ তে ফোন করে প্রধানমন্ত্রীর নিদের্শনায় খাদ্য সহায়তা পেলেন ৭৯ পরিবার। কোভিড-১৯ ২য় ঢেউ প্রতিরোধ কল্পে সরকার ঘোষিত ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত শাট ডাউন ঘোষনা করেন। সরকারি বিধি নিষেধ কঠোর ভাবে বাস্তবায়নের কারণে শাটডাউনের ৪র্থদিনে সাধারণ শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৭৯পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ।
Posted ১০:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD