“কৃষি কাজে প্রযুক্তি” শিবগঞ্জের সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেকে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার শিবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আল মুজাহিদ সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার কে.এম রাফিউল ইসলাম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এমদাদুল হক এমদাদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আমিনুল হক দুদু, কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, আব্দুল রউফ রুবেল, সাজু মিয়া প্রমুখ।
সাজু মিয়া
শিবগঞ্জ, বগুড়া প্রতিনিধি
১৪/০৩/২০২২
Posted ৯:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৪ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD