২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যা করার উদ্দ্যেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে আলোচনা সভা শনিবার ১২ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুল হক, তিনি তার বক্তব্যে বলেন, ২০০৪ সালে গ্রেনেড হামলার সাথে জড়িত আসামী যারা এখনো পলাতক দেশে এবং বিদেশের মাটিতে অবস্থান করছে তাঁদের অতিদ্রুত গ্রেফতার করে আদালতের রায় অনুযায়ী সাজা বাস্তবায়ন করার জোরদাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ, সদস্য শামছুত তায়ালা খুররম, বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ঠান্ডা, পৌর আ.লীগ নেতা ওবায়দুল হক স্বপন,যুবলীগ নেতা বিপলু, আমিনুর, উপজেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান লিমন সহ প্রমুখ।
Posted ৪:৩১ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD