বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ২০২২ শিক্ষা বর্ষের ৭ম শ্রেণির পাঠ্যবই সহ আইয়ুব আলী (৪০) নামে এক কালোবাজারীকে আটক করেছে থানা পুলিশ।
থানার মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার মোকামতলা বন্দরে সুন্দরবন কুরিয়ার সার্র্ভিসের সামনে বগুড়া-রংপুর মহাসড়কের রাস্তার পার্শ্বে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য মুদ্রনকৃত পাঠ্য বই বিক্রয় উদ্দেশ্যে কয়েক জন লোকজন অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ২০২২ শিক্ষাবর্ষ ৭ম শ্রেণি ২৪ শ পাঠ্য পুস্তক সহ ১ জনকে আটক করে। আটকৃত যুবক কুড়িগ্রাম জেলার রৌমারী থানার সুখের চর গ্রামের মৃত: আব্দুল কাদের প্রামানিক এর ছেলে আইয়ূব আলী (৪০)।
বছরের শুরুতে সরকার প্রতি বছর ১লা জানুয়ারীতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, আটকৃত ব্যক্তি সহ পলাতক আসামীরা বইগুলি সংগ্রহ করে ঢাকায় কালো বাজারের বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। এ ঘটনায় ১ জনকে আটকরা হয়েছে, মামলার বাকী আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Posted ৮:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD